শারমিন আপুকে যে বলির পাঠা বানানো হয়েছে সেটা খুব অল্প সময়ের মধ্যেই পরিস্কার হয়ে যাবে। আমার মাথা ঠিক নেই। একটু স্থির হয়ে গুছিয়ে সবটা লিখবো। আগেও বলেছি আবারও বলছি, কামড়াকামড়ি বাদ দিয়ে নিজেরা এক হোন। ব্যারিস্টার সাজ্জাদ হোসেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তখন আজকের প্রধানমন্ত্রী আমাদের আপা সাজ্জাদ ভাইকে ব্যারিস্টারী পড়তে ইংল্যান্ড পাঠিয়েছিলেন। উনার মত মেধাবী পরীক্ষিত সজ্জন মানুষ কিন্তু পরবর্তীতে আপার কাছে থাকার সুযোগ পান নি। কারণ সাজ্জাদ ভাইদের কথা আপাকে মনে করিয়ে দেওয়ার মতন কেউ নেই আপার আশেপাশে।
অন্যের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করেন। আপার কার্যালয়ে ছাত্রলীগের জায়গা নেই এর পুরোটা দায় আপনাদের কামড়াকামড়ির।
(গত বছরের আজকের এই দিনের লেখা। আমাদের শারমিন আপুকে সত্যিই বলির পাঠা বানানো হয়েছিলো। উনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।)
লেখক: বানী ইয়াসমিন হাসি
সম্পাদক ও প্রকাশক
বিবার্তা ২৪ ডট নেট ও জাগরনী টিভি।
একটি মন্তব্য পোস্ট করুন