২০১৪ সালের লোকসভার ভোটে কংগ্রেসকে মাটিতে শুইয়ে দেয় বিজেপি। মোদি-হাওয়ায় রাজ্যের ১৪টির মধ্যে শাসক কংগ্রেস পায় মাত্র ৩টি। সাতটি আসন দখল করে বিজেপি। আঞ্চলিক দল এআইইউডিএফ-ও পায় তিনটি আসন। ১৫ বছর কংগ্রেসি শাসনের পর অঙ্কের হিসাবেও এগিয়ে বিজেপি। দিল্লি আর বিহারে দলের হারের পর নিজের ভাবমূর্তি রক্ষার্থে চা-তেল-গ্যাসের ভান্ডার আসামে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নরেন্দ্র মোদি অ্যান্ড কোং। মোদি নিজেই ১৫ দিনে ১৪টি সভা করেন। আস্তিনের সব তাস খেলে ফেলে বিজেপি। আঞ্চলিক দলের সঙ্গে আঁতাত করা থেকে শুরু করে ভোটের বহু আগে থেকেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পকে কাজে লাগিয়ে জনমতকে নিজেদের পালে আনার চেষ্টা করেন নরেন্দ্র মোদি। দিল্লি, বিহারে সম্মান খুইয়ে বিজেপির সভাপতি অমিত শাহ নিজের কাঁধে তুলে নেন আসামে দল পরিচালনার ভার।
বিজেপির ভবিষ্যৎ এবং আসামের ভোট
Riaan tv
0
একটি মন্তব্য পোস্ট করুন